আইন আইনের পথেই চলবে, জানিয়ে দিল তৃণমূল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আইন আইনের পথেই চলবে, জানিয়ে দিল তৃণমূল

Share This

আইন আইনের পথেই চলবে, জানিয়ে দিল তৃণমূল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/০৭/২০২২ : পার্থ চ্যাটার্জিকে নিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। জানিয়ে দেওয়া হল আইন আইনের পথেই চলবে।

আজ রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সাথে ২১ কোটি টাকা নগদ এবং ৫০ লক্ষ টাকার বেশি অবৈধ সোনা সমেত গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আজ এই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। আজ সন্ধ্যেবেলায় সাংবাদিকদের নিয়ে বৈঠকে বসলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস,  কুনাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য্য।

সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, 'অর্পিতা মুখার্জির সঙ্গে বা তাঁর ফ্ল্যাট থেকে যে বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই।  অর্পিতা মুখার্জি তৃণমূলের কেউ নন।' যদিও রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ছবি সহ দাবী করেছেন ২১শে  জুলাইয়ের মঞ্চে অর্পিতা মুখার্জি ছিলেন মমতার সাথেই এক মঞ্চে।

পার্থবাবুর গ্রেপ্তারি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয় যে তৃণমূল দল আইন ও আদালতের ওপর সম্পূর্ণ আস্থা রাখে। আইন আইনের পথেই চলবে। কুনাল ঘোষ বলেন, "আমরা জানতে চাই, এই টাকার উৎস্য কি ? দ্রুত তদন্ত করে সেটা আদালতে জানানো হোক. তাছাড়া যেখানে নোটবন্দী করা হয়েছিল, সেখানে এত টাকা এল কিভাবে ?" তৃণমূলের তরফ থেকে জানানো হয়, যদি দেখা যায় পার্থবাবু সত্যিই দোষী, তখন দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ যে জল্পনা তৈরি হয়েছিল যে তৃণমূল পার্থ চ্যাটার্জির থেকে দূরত্ব তৈরি করতে পারে, মহাসচিব পদ থেকে পার্থবাবুকে সরিয়ে সুব্রত বক্সীকে করা হতে পারে, তা সবটাই ভুল।  প্রকৃতপক্ষে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের পথেই হাঁটল না তৃণমূল কংগ্রেস, বরং এটাই বুঝিয়ে দেওয়া হল  যে দোষ যতক্ষন না প্রমাণিত হচ্ছে, দল তাঁর পাশেই থাকছে।  

এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে পার্থবাবুকে দু'দিনের জন্যে ইডি  হেফাজত দেওয়া হয়।  আগামী সোমবার ফের তাঁকে আদালতে পেশ করবে ইডি।  ইতিমধ্যে পার্থবাবু অসুস্থ বোধ করায় তাঁর আইনজীবী আদালতকে তাঁর চিকিৎসার বিষয়টি দেখার জন্যে প্রার্থনা জানান। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। সেই সময় ইডির আইনজীবীরা তাঁকে কম্যান্ড হাসপাতাল বা ইএসআই-এর মত কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ জানালে বিচারপতি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেন। 

এদিন তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকের অনেকটাই জুড়ে ছিল বিজেপি এবং শুভেন্দু অধিকারীর নাম।  ফিরহাদ হাকিম বলেন, "পার্থ চ্যাটার্জি যেহেতু ওয়াশিং মেশিনে ঢুকে যান নি, তাই বিজেপি এভাবে ষড়যন্ত্র  চালিয়ে যাচ্ছে। ২১শে  জুলাই এর সাফল্য দেখে ওদের মাথা ঘুরে গিয়েছে। এজেন্সি আপনাদের হাতে আছে বলে তাকে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করবেন সেটা হতে পারে না।  বিরোধীদের সমালোচনা করা মানায় না।  সারদা কর্তা সুদীপ্ত সেন নিজেই বলেছেন শুভেন্দু অধিকারী তাঁর থেকে টাকা নিয়েছেন, তাহলে এজেন্সি সেই বিষয়ে কেন তদন্ত করছে না ? পার্থবাবুর বিষয়টি আইনের আওতায় চলে গিয়েছে, তাই আইন এবং আদালত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেস অটুট ছিল, অটুট আছে আর অটুট থাকবে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages