আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 04/07/2022 : রাজ্যে বিধানসভা নির্বাচনের দীর্ঘদিন পর কলকাতায় এলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
মিঠুন কত দিনের জন্যে কলকাতায় এসেছেন, তিনি এখানে ঠিক কোন কোন অনুষ্ঠানে অংশ নেবেন তা বিশদে জানা না গেলেও বিজেপি সুত্রে জানা গিয়েছে আজ বিকেলে রাজ্য বিজেপির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই শহরে এসেছেন মিঠুন চক্রবর্তী।
এদিন কলকাতা বিমানবন্দরের সামনে সুপারস্টারকে দেখতে পেয়ে চমকে যান উপস্থিত মানুষজন। অবশ্য মিঠুনের মাথায় ছিল টুপি এবং মুখে ছিল মাস্ক। তবুও উপস্থিত ভীড় এড়াতে পারেন নি তিনি। তবে সংবাদ মাধ্যমের উপস্থিতি এড়িয়ে দ্রুত গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন মিঠুন।
Loading...