কবি ভানুভক্তের জন্মদিনে ফের একবার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মুখোমুখি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কবি ভানুভক্তের জন্মদিনে ফের একবার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মুখোমুখি

Share This

ভানুভক্তের জন্মদিনে ফের একবার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মুখোমুখি


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/06/2022 : আজ নেপালি আদি কবি ভানুভক্তের জন্ম দিবসে পুর্ণ মর্যাদার সাথে মাল্যদান ও সাংক্ষিপ্ত অনুষ্ঠান করা হল দার্জিলিংয়ে। পাশাপাশি নবান্নেও তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

রাজ্যের মুখ্য সচিবালয় "নবান্ন"-তে প্রাতঃস্মরণীয় নেপালি কবি, অনুবাদক, লেখক,  রামায়ণ মহাকাব্য সংস্কৃত হতে নেপালি ভাষায় অনুবাদক, নেপালি ভাষার “আদিকবি” হিসাবে শ্রদ্ধায় ও সম্মানে স্মরিত ভানুভক্ত আচার্য মহাশয়ের পূণ্য জন্ম জয়ন্তীতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে  শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় ।


এদিকে জিটিএ প্রধান হিসেবে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দার্জিলিং শহরে। আজ সেখানে রাজ্যপালের সাথে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে কি কথা হয় ! তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটা ছিল একটা সৌজন্যমুলক সাক্ষাত। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages