আজ ত্রিপুরার 3 জেলায় বনধ ডাকল কংগ্রেস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ ত্রিপুরার 3 জেলায় বনধ ডাকল কংগ্রেস

Share This

আজ ত্রিপুরার 3 জেলায় বনধ ডাকল কংগ্রেস
ত্রিপুরায় বনধ (ফাইল চিত্র)


আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 14/07/2022 : বেশ কয়েক দফা দাবীতে আজ ত্রিপুরার তিন জেলায় বনধ পালিত হবে। সম্পূর্ণ বন্ধ থাকবে ঐ তিন জেলা। 

স্থানীয় কংগ্রেস পার্টির ডাকে আজ ত্রিপুরার তিন জেলা বনধ পালন করবে। ঐ তিন জেলা হল উনোকোটি, উত্তর ত্রিপুরা ও ধলাই। 


যে যে কারনে বনধ ডাকা হয়েছে সেগুলি হল - 

1- কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে।

2 - কংগ্রেসের স্থানীয় সভাপতি সহ যে সব কর্মীকে আক্রমণ করা হয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে। আইনের শাসন কায়েম করতে হবে। 

3 - কৈলাশহর বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। কমলপুর - মানিকভাণ্ডার বিমান পথ চালু করতে হবে।

4 - ধর্মনগর-কৈলাশহর-কমলপুর-খোয়াই দ্বিতীয় রেলপথ স্থাপন করতে হবে। ধর্মনগরে রেলের ডিভিশনাল অফিস চালু করতে হবে। 

5 - ত্রিপুরায় 20 টি আদিবাসী সম্প্রদায় সহ 50 টি অনুন্নত জায়গায় ডেভেলপমেনট কাউন্সিল তৈরি করতে হবে। 

6 - প্রত্যেক জেলায় ইংরেজি মাধ্যম কলেজ তৈরি করতে হবে। 

7 - ত্রিপুরার 3 লক্ষ যুব যুবাকে 5 লক্ষ টাকা করে মুদ্রা ঋণ  দিতে হবে। বিদ্যাজুটি প্রকল্পের নাম করে পড়ুয়াদের থেকে অর্থ সংগ্রহ বন্ধ করতে হবে।

8 - কংগ্রেসের জাতীয় সম্পাদকের গাড়ি বিশ্রামগঞ্জে যারা আক্রমণ করে ভেঙ্গে দিয়েছিল তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 

মূলত: এই দাবীগুলিকে হাতিয়ার করেই আজ ত্রিপুরার তিন জেলায় বনধ ডেকেছে কংগ্রেস।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages