![]() |
ত্রিপুরায় বনধ (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 14/07/2022 : বেশ কয়েক দফা দাবীতে আজ ত্রিপুরার তিন জেলায় বনধ পালিত হবে। সম্পূর্ণ বন্ধ থাকবে ঐ তিন জেলা।
স্থানীয় কংগ্রেস পার্টির ডাকে আজ ত্রিপুরার তিন জেলা বনধ পালন করবে। ঐ তিন জেলা হল উনোকোটি, উত্তর ত্রিপুরা ও ধলাই।
যে যে কারনে বনধ ডাকা হয়েছে সেগুলি হল -
1- কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে।
2 - কংগ্রেসের স্থানীয় সভাপতি সহ যে সব কর্মীকে আক্রমণ করা হয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে। আইনের শাসন কায়েম করতে হবে।
3 - কৈলাশহর বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। কমলপুর - মানিকভাণ্ডার বিমান পথ চালু করতে হবে।
4 - ধর্মনগর-কৈলাশহর-কমলপুর-খোয়াই দ্বিতীয় রেলপথ স্থাপন করতে হবে। ধর্মনগরে রেলের ডিভিশনাল অফিস চালু করতে হবে।
5 - ত্রিপুরায় 20 টি আদিবাসী সম্প্রদায় সহ 50 টি অনুন্নত জায়গায় ডেভেলপমেনট কাউন্সিল তৈরি করতে হবে।
6 - প্রত্যেক জেলায় ইংরেজি মাধ্যম কলেজ তৈরি করতে হবে।
7 - ত্রিপুরার 3 লক্ষ যুব যুবাকে 5 লক্ষ টাকা করে মুদ্রা ঋণ দিতে হবে। বিদ্যাজুটি প্রকল্পের নাম করে পড়ুয়াদের থেকে অর্থ সংগ্রহ বন্ধ করতে হবে।
8 - কংগ্রেসের জাতীয় সম্পাদকের গাড়ি বিশ্রামগঞ্জে যারা আক্রমণ করে ভেঙ্গে দিয়েছিল তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
মূলত: এই দাবীগুলিকে হাতিয়ার করেই আজ ত্রিপুরার তিন জেলায় বনধ ডেকেছে কংগ্রেস।