বেআইনি গ্যাস সিলিন্ডার ভর্তি চক্র : গ্রেপ্তার 2 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বেআইনি গ্যাস সিলিন্ডার ভর্তি চক্র : গ্রেপ্তার 2

Share This

বেআইনি গ্যাস সিলিন্ডার ভর্তি চক্র : গ্রেপ্তার 2


আজ খবর (বাংলা), জীবনতলা, দ: 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 20/07/2022 : আজ বেশ কয়েক লাখ টাকা মূল্যের বেআইনী রান্নার গ্যাসসহ বহু সিলিন্ডার এবং বেআইনী ফিলিং করার সামগ্রীসহ দুই অসাধু ব্যক্তিকে গ্রেফতার করলো দক্ষিন 24 পরগনা জেলার জীবনতলা থানা। পুলিশ টিমের নেতৃত্বে ও সি সমরেশ ঘোষ। ধৃতদের বিরুদ্ধে এসেনশিয়াল কমোডিটিস আইনে কেশ রুজু করা হয়েছে। 

সন্ধ্যায় একটি তথ্য পেয়ে "অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং" কারখানায় হানা দেয়  জীবনতলার থানার অধীনে কুচিতলায়. যেখানে গার্হস্থ্য সিলিন্ডার থেকে বাণিজ্যিক সিলিন্ডার ভরার কাজ চলছিল.

জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং দুইজনকে গ্রেফতার করে.(1)চিরঞ্জিত ওরফে বাপি মন্ডল (29) কুচিতলা মন্ডল পাড়ার বাসিন্দা. থানা- জীবনতলা এবং (২) পরেশ দাস (৪০), নোয়াপাড়া, পোস্ট অফিস -বোদ্রা, থানা- ভাঙ্গোর।


তারা ঘরোয়া সিলিন্ডার থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রিফিলিং মেশিনে রিফিল করার কাজে নিয়োজিত ছিল এবং

জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকার করেছে।

তল্লাশি চালিয়ে  পুলিশ নিম্নলিখিত জিনিস গুলি জব্দ করেছে।

(i) 11(এগার) টি সম্পূর্ণ লোড করা বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতিটি 19.0 কেজির ‘এইচপি গ্যাস’,

(ii) 14 (চৌদ্দ) টি সম্পূর্ণভাবে লোড করা বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতিটি 19.0 কেজির 'ইন্ডেন গ্যাস'

(iii) 'ভারত গ্যাস'-এর 05 (পাঁচ) পিস সম্পূর্ণ লোড করা বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতিটি 19.0 কেজির

(iv) 'HP গ্যাস' এর 15 (পনের) টি খালি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার,

(v)10(দশ) পিস খালি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার

'ইন্ডেন গ্যাস'


(vi) 'ভারত গ্যাস'-এর 03 (তিন) টি খালি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার

(vii) 20 (বিশ) টি খালি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 'এইচপি গ্যাস',

(viii) 25 (পঁচিশ) পিস লোড করা 'ইন্ডেন গ্যাস'-এর গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার,

(ix) 'ইন্ডেন গ্যাস'-এর 25 (পঁচিশ) টা খালি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার,

(x) 'ভারত গ্যাস'-এর 01 (এক) টা খালি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার

(xi) এইচপি গ্যাসের 09 (নয়) টা সিল ক্যাপ

(xii) ইন্ডেন গ্যাসের 60 (ষাট) টা সিল ক্যাপ,

(xiii)154 (একশ চুয়ান্ন) টা ভারত গ্যাসের সিল ক্যাপ,

(xiv) দুটি গ্যাস পাইপের সাথে লাগানো A.C স্প্রে পাম্প (কুপার জেড) এর 03 (তিন) টা।

(xv) 02 (দুই)টা  ডিজিটাল ওজনের মেশিন ভারতে তৈরি (ঊষা)

(xvi) 10(দশ) গ্যাস পাইপের টুকরো

(xvii) এলপিজি রেগুলেটরের 06(ছয়) টা (পিতল)

(xviii) 05(পাঁচ) টা এক্সেল ক্যাপাসিটর A.C মোটর স্টার্ট (ভারতে তৈরি)।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages