10 হাজার মহিলার আবেদন নৌবাহিনীর অগ্নিবীর পদে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


10 হাজার মহিলার আবেদন নৌবাহিনীর অগ্নিবীর পদে

Share This

10 হাজার মহিলার আবেদন নৌবাহিনীর অগ্নিবীর পদে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 04/07/2022 : কেন্দ্রের অগ্নিপথ সেনা নিয়োগ প্রকল্পে শুধুমাত্র ভারতীয় নৌ সেনাবাহিনীতেই 4ই জুলাই পর্যন্ত অন্ততপক্ষে 10 হাজার মহিলা আবেদন করেছেন অগ্নিবীর পদের জন্যে। 

ভারতীয় নৌ সেনাবাহিনীতে অগ্নিবীর পদের জন্যে আবেদন করা যাচ্ছে। নৌ বাহিনী সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও পর্যন্ত প্রায় 10 হাজার মহিলা অগ্নিবীর পদের জন্যে আবেদন করেছেন। এরপর 15ই জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত খোলা থাকবে অনলাইনে আবেদন করার সুযোগও। 

এই প্রথমবার ভারতীয় নৌ সেনাবাহিনী মহিলাদের নিয়োগ করতে চলেছে সমুদ্রে ভাসমান জাহাজগুলিতে। নিয়োগ করা হবে যুদ্ধজাহাজগুলিতেও। যদিও এই মুহুর্তে নৌ বাহিনী 30 জন মহিলা সেনাকে নৌ বাহিনীতে নিয়োগ করেছে। তবে এবার অনেক বেশি সংখ্যায় নৌ বাহিনীতে মহিলাদের নিয়োগ করা হতে পারে বলে জানা যাচ্ছে। সংখ্যাটা 3000 হতে পারে, যদিও অগ্নিবীর পদে কতজন মহিলাকে ভারতীয় নৌ সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, তা এখনও স্থির করা হয় নি। 

কেন্দ্র সরকার ঘোষনা করেছিল চলতি বছরে অন্তত 46 হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। তবে তার মধ্যে কতজন পুরুষ এবং কতজন মহিলাকে নিয়োগ করা হবে তা স্থির করবে কেন্দ্র সরকারই। আপাতত প্রথম ব্যাচের অগ্নিবীরদের ট্রেনিং দেওয়া শুরু করা হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages