আজ খবর (বাংলা), [দেশের খবর] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, 13/06/2022 : গতকাল জম্মু ও কাশ্মীরে লস্কর ই তৈবার এক জঙ্গীকে এনকাউনটার করে খতম করল জম্মু ও কাশ্মীর পুলিশের ছট একটা দল। এই জঙ্গীকে হন্যে হয়ে খূঁজে বেড়াচ্ছিল কাশ্মীরের পুলিশ।
গতকাল শ্রীনগরের কাছে সঙ্গম এলাকার ক্রিসবল পালপোরা গ্রামে আদিল পাররে নামে এই জঙ্গী লুকিয়ে আছে বলে খবর আসে পুলিশের কাছে। কাশ্মীর পুলিশের একটি ছোট দল সেখানেই ছিল, তাই আর সময় নষ্ট না করে তল্লাশি চালাতে থাকে।
এরপরেই গান্ধেরওয়ালের বাসিন্দা লস্কর ই তৈবার ঐ জঙ্গী আদিল পাররে এলোপাথারি গুলি চালালে পুলিশও গুলি চালায়। এনকাউনটারে মৃত্যু হয় ঐ জঙ্গীর।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ জঙ্গী এর আগে সঙ্গম এলাকাতেই হাসান দার নামে এক পুলিশ কর্মী ও আঁচড় সৌরা অঞ্চলে সইফুল্লা কাদরি নামে আরও এক পুলিশ কর্মীকে হত্যা করেছিল। শুধু তাই নয়, একটি 9 বছরের বালিকাকেও জখম করেছিল সে। আজ পুলিশের গুলিতে নিহত হয়েছে আদিল। কাশ্মীর পুলিশ সুত্রে জানা গিয়েছে চলতি বছরে অন্তত 100 জন কুখ্যাত জঙ্গীকে নিকেশ করা হয়েছে কাশ্মীর উপত্যাকায়।