আজ খবর (বাংলা), [দেশের খবর]▪ নতুন দিল্লী, ভারত, 21/06/2022 : আজ দেশের সর্বত্র উৎসাহের সাথে পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস।
এদিন কর্নাটকের মহীশূরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্ব যোগা দিবস পালিত হয়েছে। আইটিবিপি সুত্রে জানা গিয়েছে ছত্তিশগড় রাজ্যের নারায়নপুরে অতি উৎসাহের সাথে যোগা দিবস পালিত হয়েছে।
পাহাড়ের অনেক উচ্চাতায় আজ পালিত হয়েছে যোগা দিবস। উত্তরাখন্ডের 16 হাজার ফুট উচ্চাতায় আইটিবিপি জওয়ানরা অষ্টম বিশ্ব যোগা দিবস পালন করেন। উত্তরাখণ্ডের আরও এক জায়গায় 14 হাজার ফুট উচ্চাতায় বিরূপ প্রকৃতির মাঝে হিমবীর জওয়ানরা পালন করেছেন বিশ্ব যোগা দিবস।
এছাড়াও লাদাখের ভারত-চীন আন্তার্জাতিক সীমান্তে দুর্গম পাহাড়ে বরফের মাঝেই পালিত হয়েছে যোগা দিবস। তাছাড়া আইটিবিপির (ইন্দো টিবেট বর্ডার পুলিশ) হিমবীর জওয়ানরা হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, সিকিম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন দুর্গম পাহাড়ে বিশ্ব যোগা দিবস পালন করেন।
ছবি : ITBP