আসামের বন্যা : নজর রাখছে কেন্দ্র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আসামের বন্যা : নজর রাখছে কেন্দ্র

Share This

আসামের বন্যা : নজর রাখছে কেন্দ্র


আজ খবর (বাংলা), [দেশের খবর] নতুন দিল্লী, ভারত, 26/06/2022 : আসামের বন্যা পরিস্থিতির ওপর কেন্দ্র সরকার ক্রমাগত নজর রেখে চলেছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, "কেন্দ্র আসামের বন্যা পরিস্থিতির ওপর সর্বদা নজর রেখে চলেছে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার জন্য রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করছে।"

প্রধানমন্ত্রী কয়েকটি ট্যুইট বার্তায় জানান, “বিগত কয়েক দিন ধরে আসামের কোনও কোনও অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্র পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং রাজ্য সরকারের সঙ্গে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার জন্য একযোগে কাজ করছে।”



“বন্যা দুর্গত অঞ্চলে সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন। বিমানবাহিনী উদ্ধারের কাজে ২৫০ বার উড়ান চালিয়েছে।”

“ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মুখ্যমন্ত্রী, আসাম সরকারের মন্ত্রী এবং আধিকারিকরা সক্রিয় রয়েছেন। দুর্গত মানুষদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের সকলের নিরাপত্তা ও কল্যাণ কামনা করি এবং আরও একবার সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস জানাই।”

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages