আজ খবর (বাংলা), [রাজ্য] রানিহাটি, হাওড়া, পশ্চিমবঙ্গ, 11/09/2022 : বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য আন্তর্জাতিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত ইসলাম ধর্মের মানুষেরা তাঁদের ভাবাবেগে আঘাত পেয়েছেন বলে মনে করেন, তাই তার প্রতিবাদে শুক্রবার 16 নং জাতীয় সড়ক অবরোধ করলেন রানিহাটিতে।
গত বৃহস্পতিবারেও বিভিন্ন জায়গায় এই রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করার জন্য সমস্যায় পড়েন অসংখ্য যাত্রী।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুরোধ করেন রাস্তা অবরোধ না করার জন্য এবং আজ সাঁকরাইল প্রশাসনের তরফ থেকে জাতীয় সড়কে 144 ধারা জারি করা হয়। এরপরও রানীহাটি তে 16 নম্বর জাতীয় সড়ক আটকিয়ে অবরোধ চলতে থাকে এবং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
প্রশাসনের তরফ থেকে পথ অবরোধ তুলে নেওয়ার কথা বললে অবরোধ বিক্ষোভ না ওঠায় বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু তা সত্বেও আন্দোলন বন্ধ হয় নি। আন্দোলনকারীদের বিক্ষোভ হঠাতে হঠাতে পুলিশ লোকাল রাস্তায় চলে আসে। যত সময় গড়ায় বিক্ষোভকারীরা আরো সঙ্গবদ্ধ হতে থাকেন এবং গভীর রাত্রি পর্যন্ত প্রশাসন পরিস্থিতি ঠান্ডা করার জন্য এলাকায় উপস্থিত থাকতে হয়।
আরও পড়ুন : পাঁচলায় পুড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস