![]() |
আজও প্রতিবাদে মুখর অগ্নিপথ বিরোধীরা |
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/06/2022 : কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা শেষমেশ পৌঁছালো ভারত বনধে। পশ্চিমবঙ্গে বনধের মোকাবিলা করছে রাজ্য সরকার।
কেন্দ্রের যে কোনো নীতির বিরোধিতা করার জন্যে সবচেয়ে ভালো মাধ্যম বোধ হয় রেল। তা সে কৃষক আন্দোলন হোক অথবা অগ্নিপথ প্রকল্পের বিরধীতা হোক। সরকারি সম্পত্তি পুড়েছে দেদার। ভাঙচুর চালানো হয়েছে, অবরোধ করা হয়েছে। রেল পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়াও হয়েছে। অর্থাৎ রেল হল যে কোনো বিরধীতা বা আন্দোলনের সবচেয়ে সফট টার্গেট।
অগ্নিপথ বিরধীতার জেরে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক ট্রেন বাতিল করতে হয়েছে। বেশ কিছু ট্রেনের সময় সুচী বদলাতে হয়েছে, যাত্রা পথ বদলাতে হয়েছে। চিত্রটা আজও একই। তবে অভিনব যেটা, সেটা হল মাত্র 24 ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত বনধ ডেকে ফেলা। দেশের বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন সমর্থন জুগিয়েছে এই বনধকে।
গতকাল রাত্রে বনধের খবর আসতেই তৎপর হয়ে উঠেছিল রাজ্য সরকার। আমাদী রাজ্য কোনোরকম সমর্থন করে না বনধকে। তাই আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সর্বত্র। সতর্কতা গ্রহণ করা হয়েছিল হাওড়া, শিয়ালদহ, কলকাতা রেল স্টেশন চত্বরে এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপুর্ণ জায়গায়।
আজ কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে বনধের সমর্থকেরা কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। কলকাতায় বিভিন্ন জায়গায় পিসিআর ভ্যান রাখা রয়েছে। পুলিশের বড় কর্তারাও রাস্তায় নেমে পরিস্থিতি মোকাবিলা করছেন। রাজ্য সরকারের কঠিন মনোভাবের জন্যেই আজ পশ্চিমবঙ্গে ভারত বনধের কোনো প্রভাব সেভাবে পড়ে নি।