![]() |
ফুচকা খেতে খেতে |
আজ খবর (বাংলা), [বিনোদন] কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/06/2022 : কলকাতায় বলিউড স্টার পঙ্কজ ত্রিপাঠি। নিজের আগামী হিন্দি ছবির প্রমোশনে এসে ভিক্টোরিয়ার সামনে ফুটপাতে খেলেন ফুচকা, সঙ্গে ছিলেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
কলকাতায় আসবেন আর ফুচকা খাবেন না তা কি করে হয়। 'শেরদিল' ছবির প্রচারে কলকাতায় এসে পঙ্কজ ত্রিপাঠী ঘুরলেন ভিক্টোরিয়া এবং ভক্তদের সামনে ফুটপাতের উপর দাঁড়িয়ে খেলেন ফুচকা। তিনি আসলে বাংলার জামাই তাই কলকাতার প্রতি টানটা একটু বেশি। কলকাতায় এসেছিলেন তাই পোশাকেও খাঁটি বাঙালিয়ানা বজায় ছিল। পরনে ছিল সাদা খদ্দরের পাঞ্জাবি এবং চোখে সানগ্লাস। অবাঙালি হলেও এককথায় পাক্কা বাঙালি। কলকাতার এক পাঁচতারা হোটেলে ছবি নিয়ে ছিল তার সাংবাদিক বৈঠক। তার আগেই ভিক্টোরিয়া ঘুরে ফুচকা খেয়ে তারপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
![]() |
পঙ্কজ ও শ্রীজিত |
বলিউডের অন্য ধারার ছবি 'শেরদিল'। পিলিভিট ব্যাঘ্র প্রকল্প ঘিরে একটি সত্য ঘটনা সংবাদপত্রে পড়ার পর সেই প্রেরণায় ছবি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাঘের আক্রমণে জঙ্গলের বাইরে মানুষের মৃত্যু হলে সরকারের থেকে ক্ষতিপূরণ হিসেবে টাকা পাওয়ার চল আছে। গ্রামের কিছু গরিব মানুষ সংসারের অর্থকষ্ট মেটাতে বাঘের মুখে পড়ে আক্রমণে মরতেও রাজি হয়ে যায়। তারপর জঙ্গলে তারা ঢুকে পড়ে। এরপর নানা ঘটনা, সেই নিয়েই এই ছবির গল্প।
পঙ্কজ ত্রিপাঠী জানান, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। দারুণ এক বাস্তব সত্যকে তুলে ধরা হয়েছে এখানে এবং জীবন ও সংগ্রামের গল্প নিয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
রিপোর্ট- জয় গুহ, কলকাতা: