গ্রেপ্তার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গ্রেপ্তার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে

Share This

গ্রেপ্তার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে


আজ খবর (বাংলা), [রাজ্য] , কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/06/2022 : হাওড়ার দিকে যাওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

হাওড়ার পাঁচলা অঞ্চলে পুড়িয়ে দেওয়া বিজেপির পার্টি অফিস পরিদর্শনে যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেখানে 144 ধারা জারি করা হয়েছে বলে সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ। সুকান্তবাবু দাবী করেন তাঁকে গৃহবন্দী করেছে পুলিশ। 

এর পর দেখা গেল পুলিশের বাধা উপেক্ষা করেই সুকান্ত মজুমদার হাওড়ার দিকে যেতে গেলে দ্বিতীয় হুগলী সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসা হয়েছে। 


লালবাজারে ইতিমধ্যেই পৌঁছে যান অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ বিজেপির কয়েকজন সাংসদ। পুলিশের সাথে অগ্নিমিত্রা পলকে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায়। সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত জামিন পান নি। সুকান্ত মজুমদারের গ্রেপ্তারির পর বিজেপি কর্মীরা মহাত্মা গান্ধী রোড অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে ধ্ব্স্তাধস্তি বেঁধে যায় পুলিশ কর্মীদের সাথে। মালদহে এবং রাজ্যের আরও কিছু জায়গা থেকে বিজেপি কর্মীদের পথ অবরোধের খবর পাওয়া যাচ্ছে। তবে কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। আজ বিকেলবেলাতেই নবান্নে হাওড়ার পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিবও। হাওড়ার অশান্তি যাতে অন্য কোনো জেলায় ছড়াতে না পারে সেই ব্যবস্থাই আগে গ্রহণ করা হয়েছে। এদিকে হাওড়ার পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। হাওড়ার পাশাপাশি মুর্শিদবাদেও ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানতে পারা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages