ক্রিকেটকে বিদায় জানালেন মিতালি রাজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ক্রিকেটকে বিদায় জানালেন মিতালি রাজ

Share This

ক্রিকেটকে বিদায় জানালেন মিতালি রাজ


আজ খবর (বাংলা), [খেলাধুলা] নতুন দিল্লী, ভারত, 08/06/2022 : ক্রিকেটের সব রকম ফরম্যাট থেকে অবসর ঘোষনা করলেন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ। 

মাত্র 16 বছর বয়সে ক্রিকেট খেলতে নেমেছিলেন মিতালি। দেশের হয়ে 232টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন 7805, তাঁর গড় হল 50.68; টেস্ট ম্যাচ খেলেছেন মোট 12টি । রান পেয়েছেন 699; অর্থাৎ গড় 43.68; 89টি টি 20 ম্যাচ খেলে রান করেছেন মোট 2364;

আজ নিজের অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন মিতালি রাজ। এর পরে আমরা হয়ত তাঁকে ক্রিকেটের অন্য ভূমিকায় দেখতে পাব। দীর্ঘ 23 বছরের একটা ক্রিকেট জীবনের সমাপ্তি হল। দীর্ঘদিন তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages