আজ খবর (বাংলা), [দেশের খবর] আগরতলা, ত্রিপুরা, 26/06/2022 : ত্রিপুরায় বারদোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে বিজেপি প্রার্থী জিতলেন বটে তবে হাতছাড়া হল আগরতলা। সেখানে জিতলেন কংগ্রেস প্রার্থী।
ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার চার বছরের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিপ্লব দেব। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হন মানিক সাহা। নিয়ম অনুযায়ী এরপর 6 মাসের মধ্যে ত্রিপুরার কোনো না কোনো জায়গা থেকে বিধায়ক হয়ে জিতব আসতেই হত মানিক সাহাকে।
সেই অনুযায়ী বারদোয়ালি থেকে জিতে আসাটা মানিক সাহার কাছে ছিল প্রেস্টিজ ফাইট। আজ গণনার পর দেখা যায় বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে 6,104 ভোটে হারিয়ে দিয়েছেন।
ত্রিপুরায় ভোটপর্ব শান্তিতেই মিটেছে তবে কয়েকটি জায়গা থেকে অশান্তি ও রক্তপাতের খবরও পাওয়া গিয়েছে। যা কিনা বিগত দিনে ত্রিপুরার মানুষ কল্পনা করতে পারতেন না। কিন্তু এবারের ভোটে যেন কিছুটা হিংসার ছোঁয়া লাগল ত্রিপুরার গায়ে।