আজ খবর (বাংলা), [রাজনীতি] ডায়মন্ড হারবার, দক্ষিন 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 18/06/2022 : 'দিদিকে বলো' নয়, এবার আসছে 'এক ডাকে অভিষেক'।
সাংসদ হিসেবে ডায়মন্ড হারবার কেন্দ্রে আট বছর পূর্তি উপলক্ষে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন 'এক ডাকে অভিষেক' কর্মসূচী। ডায়মন্ড হারবার কেন্দ্রে কারোর কোনো প্রয়োজন হলে মাঝখানে আর কেউ নয় সরাসরি ফোন করা যাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে এই ফোন। বিশেষ ঐ ফোন নম্বরটি হল 7887778877.
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের একজন শীর্ষ নেতা। ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পাশাপাশি তিনি রাজ্যের বাইরে একাধিক রাজ্যে দলকে শক্তিশালী করে গড়ে তোলার দায়িত্ব কাঁধে নিয়েছেন। সে ক্ষেত্রে এত ব্যস্ততার মধ্যেও তিনি কি ফোন ধরার সময় পাবেন ? উঠছে প্রশ্ন।
এক ডাকে অভিষেক কর্মসূচী নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে কংগ্রেস, বিজেপি ও বামেরা। তবে সেই কটাক্ষে কর্ণপাত করতে আদৌ ইচ্ছুক নন অভিষেক। তাঁর বক্তব্য গত আট বছর ধরে আমি ডায়মন্ড হারবারে সাংসদ হয়ে আছি, বিজেপিও আট বছর ধরে ক্ষমতায় আছে। আমার রিপোর্ট কার্ড দেখুন, ওদেরও রিপোর্ট কার্ড আনতে বলুন। পাশাপাশি রেখে মিলিয়ে দেখে নিন।"