আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং, 07/06/2022 : উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্য ভাগের দাবীকে নস্যাৎ করে দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা ব্যানার্জি।
বেশ কিছুদিন থেকেই পশ্চিমবঙ্গ ভেঙ্গে উত্তরবঙ্গ নামে আলাদা রাজ্য তৈরি করার দাবী তুলেছেন বিজেপি সাংসদরা। সেই বিষয়ে আজ মমতা বলেন, "পশ্চিমবঙ্গে আমরা সবাই সমান। আমরা এখানে মিলেমিশে থাকি। রাজ্য ভাগের দাবী কোনমতেই মেনে নেব না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দাবীর বিরোধীতা করে যাব। মাথায় বন্দুক ঠেকালেও মেনে নেব না। এগুলো সব বিজেপির চক্রান্ত। ওরা সফল হবে না।"
বিজেপি নেতা মনোজ টিগ্গা আজ বলেছেন, "আমরা রাজ্য ভাগের কথা বলিনি। আমরা উত্তরবঙ্গের প্রতি দীর্ঘকাল বঞ্চনার কথা বলেছি। উত্তরবঙ্গে আলাদা করে প্রশাসনিক ভবন উত্তরকন্যা স্থাপন করে রাজ্য ভাগের পথ দেখিয়ে দিয়েছে তৃণমূল সরকারই।" বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় অবশ্য ফের উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরে কেএলও নেতা জীবন সিংহের আদর্শকেই সমর্থন করতে চেয়েছেন।
উত্তরবঙ্গের উন্নয়ন, বঞ্চনা এবং রাজ্য ভাগের দাবী এইগুলিই আগামী নির্বাচনে মুল বিষয় হয়ে উঠতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ বলেছেন গোর্খাল্যান্ডের দাবীও তিনি মানেন না। পাহাড়ে জিটিএ ভোট হতে চলেছে চলতি মাসের 26 তারিখে, গণনা হবে 29 তারিখে।