আজ খবর (বাংলা), [রাজ্য] নবদ্বীপ, নদীয়া, পশ্চিমবঙ্গ, 08/06/2022 : নবদ্বীপে সাতসকালেই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার! ঘটনার জেড়ে তীব্র চাঞ্চল্যের ছড়ায় এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধের নাম সুনীল পাল। বয়স ৮২। মৃতের ছেলে জানায়, "আমাদের সংসারে কোনো অশান্তি নেই। গতকাল রাতে খাওয়া-দাওয়া করেই বাবা নিজের ঘরেই শুয়ে ছিলেন। আজ সকাল হতে বাবার ঘরে যেতেই দেখি পাখায় গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলছে।"
সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন খবর দেয় পাড়া প্রতিবেশীদের। পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটিকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর মৃতদেহটিকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
রিপোর্ট : কৌসর আলি