আজ খবর (বাংলা), [রাজ্য]▪ কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/06/2022 : প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষের শতবর্ষ জন্ম-জয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হল।
এই উপলক্ষে রবীন্দ্রসদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন, সৌগত বসু এবং মেধা পাটকর।
সর্বপ্রথম গৌরকিশোর ঘোষের জীবনী নিয়ে বক্তব্য রাখেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। এরপর নেতাজি রিসার্চ ব্যুরোর সভাপতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডিনার অধ্যাপক শ্রী সৌগত বসু, 'গৌরকিশোর ঘোষ শতবর্ষ' বক্তৃতা দেন। 'মনুষ্যত্বের সন্ধানে' শীর্ষক বক্তৃতা দেন, বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি মেধা পাটকর।
এদিনের এই অনুষ্ঠানটিতে গৌরকিশোর ঘোষের উপর একটি স্মরণগ্রন্থ প্রকাশ করা হয়। এর পাশাপাশি একটি তথ্যচিত্রেরও প্রদর্শন হয়।
রিপোর্ট- জয় গুহ, কলকাতা