আজ খবর (বাংলা), [রাজনীতি] দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 02/06/2022 : দার্জিলিং পাহাড়ের এখন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচন নিয়ে পাহাড় এখন সরগম।
নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। আগামী 26 শে জুন জিটিএর নির্বাচন। কালিম্পং ও দার্জিলিং এ চলছে নমিনেশন জমা দেওয়ার কাজ । পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল তরফে ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নমিনেশন জমা পড়েছে।
আজ কার্শিয়াং এ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা তার মনোনয়নপত্র জমা দিলেন কার্শিয়াং মহাকুমার শাসকের অফিসে। অন্যদিকে দার্জিলিং সদর মহাকুমার সিমতাম ও ফুবশিরিঙ চা বাগানের যুব সমাজ কর্মি বিশাল সু্ব্বা আজ নমিনেশন পত্র জমা দিলেন দার্জিলিংয়ের জেলাশাসকের দপ্তরে। পরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন । সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, 'চা বাগানের কর্মীদের হয়ে তিনি দাঁড়াচ্ছেন। তিনি জয়লাভ করলে চা শ্রমিকদের স্বার্থে নিরন্তর কাজ করে যাবেন'।