অগ্নিপথের বিরোধীতায় অগ্নিগর্ভ বিহার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অগ্নিপথের বিরোধীতায় অগ্নিগর্ভ বিহার

Share This

অগ্নিপথের বিরোধীতায় অগ্নিগর্ভ বিহার


আজ খবর (বাংলা), [দেশের খবর] পাটনা, বিহার, 18/06/2022 :  বিরোধীতা, আন্দোলন এবার রূপ নিল হিংসায়। বিহারে অগ্নিপথের বিরোধীতায় পুড়ল একের পর এক ট্রেন। বাতিলও করে দিতে হল বেশ কিছু ট্রেন। 

সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় হিংসার ঘটনা ক্রমেই বিহার থেকে ছড়িয়ে পড়ছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায়। বিক্ষুব্ধদের সমস্ত রাগ যেন গিয়ে পড়েছে রেলের ওপর। হাজার হাজার বিক্ষুব্ধরা জড়ো হচ্ছে বিভিন্ন স্টেশনে, সেখানেই শুরু হয়ে যাচ্ছে আন্দোলন, রেল অবরোধ। ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। 


কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় এখনও পর্যন্ত বেশ কিছু ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রেলের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছে যাতে এভাবে সরকারি সম্পত্তি নষ্ট না করা হয়। কিন্তু আন্দোলন কমার বদলে তা আরও ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য প্রান্তে।

বিহারে বেশ কিছু ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। 35টি ট্রেন বাতিল করতে হয়েছে। অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় তেলেঙ্গানা থেকে এক জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। যদিও অন্য একটি সূত্রে জানা গেছে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। ঘটনা যাই হোক না কেন, সার্বিক পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্যে বিহারে 12 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কেননা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দ্রুত আন্দোলন দানা বাঁধছে বলে মনে করা হচ্ছে। 


দেশ জোড়া উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পে দ্রুত ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আগামী দুই দিনের মধ্যেই নোটিশ দিয়ে দেওয়া হবে। 24শে জুন থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ডিসেম্বর মাস থেকে প্রথম ব্যাচের ট্রেনিং শুরু করে দেওয়া হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages