আজ খবর (বাংলা), [রাজনীতি] ▪ মুম্বই, মহারাষ্ট্র, 21/06/2022 : মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরের নেতৃত্বে রাজ্য সরকার রীতিমতো সঙ্কটে। সব বিধায়কদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
মহারাষ্ট্র সরকারে বিদ্রোহের ঝড় উঠেছে। আরব সাগরের তীরে বানিজ্য নগরীতে নিজেদের ঘর সামলাতে ব্যস্ত শিব সেনা। সঙ্কটে মহা আঘারি সংঘ।
মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল শিব সেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ভব ঠাকরে। কিন্তু তাঁর সঙ্গে থাকা বিধায়করা দীর্ঘদিন ধরে উপেক্ষার অভিযোগ আনছিলেন বেশ কিছু বিধায়ক। এখন দেখা যাচ্ছে কয়েকজন বিধায়ক বেপাত্তা। তাঁদের কোনো খোঁজ নেই। কেউ কেউ গুজরাটের সুরাতে হোটেলে গিয়ে উঠেছেন। অনেকে আবার উদ্ভব ঠাকরের ফোন ধরছেন না। উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের সব বিধায়ককে আজ বৈঠকে ডেকেছিলেন। কিন্তু 56 জনের মধ্যে মাত্র 14 জন বিধায়ক উদ্ভবের সাথে বৈঠক করতে পৌঁছেছেন। বাকিরা তাহলে কোথায় ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অনুপস্থিত বিধায়কদের সবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে কি পড়তে চলেছে উদ্ভব ঠাকরের সরকার ? এই বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে মহারাষ্ট্রে।
আর কিছুক্ষণ পরেই তিনটি সাংবাদিক বৈঠক করা হবে। প্রথমটি করবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। দ্বিতীয়টি করবেন বিদ্রোহী বিধায়কদের নতুন নেতা একনাথ শিন্ধে এবং তৃতীয় বৈঠকটি করবে বিজেপি। এই বৈঠকগুলিতে যে যার অবস্থান স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে। তবে কি মহারাষ্ট্রেও বিজেপি সরকার দেখা যাবে ? জল্পনা তুঙ্গে।