আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/06/2022 : "বন্যা কবলিত আসামে মহারাষ্ট্রের বিধায়কদের না পাঠিয়ে বাংলায় পাঠাক বিজেপি, আমরা দেখিয়ে দেব কত ভাল আতিথেয়তা আমরা দিতে পারি" এই বলে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মহারাষ্ট্রের বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা রয়েছেন আসামের গুয়াহাটি শহরের রাডিসন ব্লু হোটেলে। আজ যখন সেই হোটেলের বাইরে আসামের তৃণমূল কংগ্রেস কর্মীরা শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন নবান্ন থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছিলেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জি।
মহারাষ্ট্রে শিবসেনার রাজনৈতিক সঙ্কটের পিছনে বিজেপিকেই তিনি দায়ী করতে চেয়েছেন। তিনি বলেন, "বিজেপি যে কাজ আজ মহারাষ্ট্রে করছে, সেই কাজই এবার অন্য রাজ্যেও করতে পারে। এটা ঠিক নয়। আজ তোমরা শাসক হয়ে আছো। তাই তোমরা শক্তি প্রদর্শন করে চলেছো।ভবিষ্যতে কেউ না কেউ তোমাদের পরাজিত করবেই।
আসাম থেকে আজ হিমন্ত বিশ্বশর্মার সমালোচনা করেছেন অভিষেক ব্যানার্জিও।