আজ খবর (বাংলা), [খেলাধুলা], জাকার্তা, ইন্দোনেশিয়া, 09/06/2022 : ইন্দোনেশিয়া মাস্টার্স 2022 টুর্নামেন্টের খেলায় রীতিমত ঝড় তুলে প্রতিপক্ষ ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন বিশ্বের 9 নম্বর তথা ভারতীয় শাটলার লক্ষ্য সেন।
ডেনমার্কের বিরুদ্ধে আজ সেভাবে আদৌ সমস্যার সম্মুখীন হতেই হয় নি লক্ষ্য সেনকে। প্রথম ম্যাচে গেমকেকে 21-18 পয়েন্টে হারিয়ে দেন। এরপর 21-18 এবং 21-15 পয়েন্টে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নেন লক্ষ্য সেন।
এদিকে আজ জর্জিয়ার মারিস্কা টুংজুং এর সাথে মহিলাদের সিঙ্গলস খেলতে নামবেন পি ভি সিন্ধূ। অন্যদিকে ডাবলস ম্যাচে অশ্বিনী পোন্নাপ্পা এবং সুমিত রেড্ডি খেলতে নামবেন চীনের ঝেইং সে উই এবং হুয়াঙ ইয়া কিয়াং এর বিরুদ্ধে। জিততে পারলে ভারতীয় জুটি শেষ আটে যাবে।