একাধিক দাবীতে ডেপুটেশণ কৃষক সভার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


একাধিক দাবীতে ডেপুটেশণ কৃষক সভার

Share This

একাধিক দাবীতে ডেপুটেশণ কৃষক সভার


আজ খবর (বাংলা), [রাজ্য] দাসপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, 10/06/2022 : একাধিক দাবিতে দাসপুর-২ ব্লকে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা সংগঠন।

বর্তমান রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হল সিপিআইএম। বুধবার একাধিক দাবিতে দাসপুর-২ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা সংগঠন।

মূলত দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বহু ১০০ দিনের কাজের শ্রমিকেরা তাদের কাজে প্রাপ্য টাকা পাচ্ছে না তাই দ্রুতই তাদের টাকা তাদের একাউন্টে প্রদান করার দাবিতে দাসপুর-২ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা সংগঠন। 


এছাড়াও দাসপুর ২ ব্লক এর বিভিন্ন নদীর বাঁধগুলি একেবারে বিপদজনক অবস্থায় রয়েছে। তাই সেই কথা মাথায় রেখে সিপিআইএম নেতৃত্বের দাবি অনুযায়ী অবৈজ্ঞানিকভাবে দাসপুর ২ ব্লক মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেশ কয়েকটি খাল ও নদী সংস্কারের ফলে নদীর বাঁধ গুলি আগের থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।

যার জেরে বাড়ছে বন্যার প্রবণতা তাই দ্রুত সেই বাঁধের দুর্বল অংশগুলিকে মেরামত করতে হবে। এছাড়াও ব্লক জুড়ে  একাধিক দুর্নীতি চলছে তাই দ্রুত সেই সমস্ত দুর্নীতিতে অভিযুক্তদের পাকড়াও করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। 

বুধবার সারা ভারত কৃষক সভা সংগঠনের একটি প্রতিনিধি দল নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া বিষয়গুলি সরকারি প্রতিনিধিকে জানানোর জন্য দাসপুর-২  ব্লক অফিসের ভেতরে প্রবেশ করলে বাকি কর্মীদের বাইরেই আটকে দেয় দাসপুর পুলিশ।

তারপরই পুরুষের সাথে ধ্বস্তাধ্বস্তি দিয়ে জড়িয়ে পড়েন মহিলা কর্মী ও সমর্থকরা। তবে দাসপুর পুলিশের দক্ষ আধিকারিক গন একেবারেই শান্তভাবে সমস্ত কর্মীদের নিয়ন্ত্রণ করেছে। যার জেরে সেভাবে কোন চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে দেয়নি পুলিশ। 

যদিও বুধবার দাসপুর টু-এর ব্লক উন্নয়ন আধিকারিক অফিসের ছিলেন না, পরিবর্তে দায়িত্বে থাকা যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জী আশ্বাস দিয়েছেন অতি দ্রুত সমস্যা গুলোর সমাধান করার।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages