আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/06/2022 : রাজনৈতিকভাবে ফের একবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপির তরফে আমি রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী আসানসোলে যে কথা বলেছেন, তাতে বিজেপি কর্মী সমর্থক চিন্তিত। সাংবিধানিক প্রধান যাতে হস্তক্ষেপ করেন তা বলেছি। 'জেহাদ' শব্দ নিয়ে আমরা উদ্বিগ্ন। শব্দটি আরবের। বাংলা হল ধর্মযুদ্ধ। যুব কংগ্রেসের কর্মসূচি সঙ্গে সম্পর্কহীন। উনি শব্দটি সচেতন ভাবে ব্যবহার করেছেন। এটা ২.২৮ লক্ষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন বিধানসভা নির্বাচনে তাঁদের বলেছেন। আমরা সাংবিধানিক প্রধানের কাছে নিরাপত্তা চেয়েছি। এর আগে জেহাদ দেখেছি, তাই এই সরকারকে বরখাস্ত করে রাজ্যে অবিলম্বে ৩৫৬ জারি করা হোক। রাজ্যপাল জানিয়েছেন তিনি তার কাজ করবেন।"
এদিন নির্মল মাঝির মন্তব্য সম্পর্কে শুভেন্দু বলেন, "আমি আশা করি রামকৃষ্ণ মিশন মঠএর তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হবে।"
পিএসি চেয়ারম্যান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "যতক্ষণ ঘোষণা হবে না, প্রতিক্রিয়া দেবো না। ৬টি কমিটি আমরা পাই, ৬টি কমিটির মধ্যে এই নাম নেই। তৃনমূলের কোটা ১৪, তার কোটা থেকে করলে দায়িত্ব ওদের। যার সম্পর্কে বলছেন দলত্যাগ বিষয়ে শুনানি হয়েছে। প্রয়োজনে আবার বিরোধী দলনেতার নেতৃত্বে কোর্টে যাবে। পাশাপাশি ওর বিরুদ্ধে আমাদের অম্বিকা রায় গাছ চুরির দূর্নীতি নিয়ে আদালতে যাবো।"
নির্বাচনি ফল সম্বন্ধে বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, "একটা উপনির্বাচন নিয়ে এত চিন্তিত হচ্ছেন কেন? মমতা ব্যানার্জি, এখানে লোকালস্তরে ভোট হয় না। আপনারা বুঝতে পারবেন ২০২৪ সালে এই পার্টিকে বিজেপি পর্যদুস্ত করবে এবং বিধানসভা ও লোকসভা একসঙ্গে হবে। ২১ জুলাই উলুবেড়িয়ায় বিজেপির বিধায়ক, নেতারা আমি যাবো যারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন দেবো।"
মমতার রাজ্য আবাস প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে শুভেন্দু বলেন, "এই সব কথার বাস্তবতা নেই। টাকাই নেই। ডিএ আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। ওই জন্য চেয়েছিল বাংলা থেকে পালাতে। ভ্যাক্সিন তো বলেছিল নিজে দেবে।"