আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 21/06/2022 : স্বাস্থ্য দপ্তরে পালিত হোলো আন্তর্জাতিক যোগ দিবস।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালের চিকিৎসকেরা। একইসাথে উপস্থিত ছিলো নার্সিং স্টাফ সহ স্কুলের কচিকাঁচারা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন মঠ ও আশ্রমের মহারাজ স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ।
এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটি পালন করা হোলো। যোগেই রোগ মুক্তি। বিশেষ করে নন কমিউনি কেবল ডিজিজ যেমন প্রেশার,সুগার সহ নানাবিধ রোগ এই যোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।