টাকার বদলে চাকরি ? জানান আমাকে : দিলীপ ঘোষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


টাকার বদলে চাকরি ? জানান আমাকে : দিলীপ ঘোষ

Share This

আজ খবর (বাংলা), [রাজনীতি] ▪ কলকাতা, পশ্চিমবঙ্গ, 18/06/2022 : যদি আপনার কাছে এমন কোনো তথ্য থাকে যে কেউ টাকার বদলে চাকরি পেয়েছে আর তা দিব্যি চালিয়ে যাচ্ছে তাহলে মেল করে আমাকে জানান, এই বক্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের।  অর্থের বিনিময়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন এমন ব্যক্তিদের চাকরি চলে গিয়েছে আদালতের নির্দেশে। এতদিন ধরে তাঁরা যে বেতন পেয়েছেন সেই বেতনের অর্থও তাঁদের ফিরিয়ে দিতে হবে। এই তালিকায় রাজ্যের এক মন্ত্রীর আত্মীয়রাও আছেন। যাঁদের যোগ্যতা ছিল তাঁদের চাকরি দেওয়া হয় নি, হতাশার অন্ধকারে ডুবে গিয়েছেন তাঁরা। কিন্তু কিছু লোক স্রেফ অর্থের বিনিময়ে চাকরি পেয়ে গিয়েছেন। এই অন্যায় আর দুর্নীতির প্রতিকার এখন করছে আদালত। আজ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ একটি টুইট করেছেন, যাতে দেখা যাচ্ছে তিনি আবেদন করে বলেছেন, 'অর্থের বিনিময়ে কেউ সরকারি চাকরি পেয়ে গিয়েছেন এবং তা করেও যাচ্ছেন, এমন তথ্য যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে ইমেল মারফত আমাকে জানান।" সেই সঙ্গে তিনি তাঁর ইমেল আইডি দিয়ে দেন। dilipghosh64@gmail.com তাঁর এই টুইটকে অবশ্য তৃণমূল খুব একটা গুরুত্ব দেয় নি। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষ এই রাজ্যে বিজেপির কোনো দাযিত্বে নেই। তাঁর বক্তব্যের তেমন কোনো গুরুত্ব এই রাজ্যে নেই। এই রাজ্যের রাজনীতিতে একটুখানি ভেসে থাকতেই দিলীপবাবু এই ধরনের চমক দেওয়া কথা বলতে চাইছেন।"


আজ খবর (বাংলা), [রাজনীতি] ▪ কলকাতা, পশ্চিমবঙ্গ, 18/06/2022 : যদি আপনার কাছে এমন কোনো তথ্য থাকে যে কেউ টাকার বদলে চাকরি পেয়েছে আর তা দিব্যি চালিয়ে যাচ্ছে তাহলে মেল করে আমাকে জানান, এই বক্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। 

অর্থের বিনিময়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন এমন ব্যক্তিদের চাকরি চলে গিয়েছে আদালতের নির্দেশে। এতদিন ধরে তাঁরা যে বেতন পেয়েছেন সেই বেতনের অর্থও তাঁদের ফিরিয়ে দিতে হবে। এই তালিকায় রাজ্যের এক মন্ত্রীর আত্মীয়রাও আছেন। যাঁদের যোগ্যতা ছিল তাঁদের চাকরি দেওয়া হয় নি, হতাশার অন্ধকারে ডুবে গিয়েছেন তাঁরা। কিন্তু কিছু লোক স্রেফ অর্থের বিনিময়ে চাকরি পেয়ে গিয়েছেন। এই অন্যায় আর দুর্নীতির প্রতিকার এখন করছে আদালত।

আজ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ একটি টুইট করেছেন, যাতে দেখা যাচ্ছে তিনি আবেদন করে বলেছেন, 'অর্থের বিনিময়ে কেউ সরকারি চাকরি পেয়ে গিয়েছেন এবং তা করেও যাচ্ছেন, এমন তথ্য যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে ইমেল মারফত আমাকে জানান।" সেই সঙ্গে তিনি তাঁর ইমেল আইডি দিয়ে দেন। dilipghosh64@gmail.com

তাঁর এই টুইটকে অবশ্য তৃণমূল খুব একটা গুরুত্ব দেয় নি। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষ এই রাজ্যে বিজেপির কোনো দাযিত্বে নেই। তাঁর বক্তব্যের তেমন কোনো গুরুত্ব এই রাজ্যে নেই। এই রাজ্যের রাজনীতিতে একটুখানি ভেসে থাকতেই দিলীপবাবু এই ধরনের চমক দেওয়া কথা বলতে চাইছেন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages