রাহুলের ইডি দপ্তরে হাজিরা : প্রতিবাদে পথে কংগ্রেস কর্মীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাহুলের ইডি দপ্তরে হাজিরা : প্রতিবাদে পথে কংগ্রেস কর্মীরা

Share This

রাহুলের ইডি দপ্তরে হাজিরা : প্রতিবাদে পথে কংগ্রেস কর্মীরা


আজ খবর (বাংলা) [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, 13/06/2022 : কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ ইডির দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন। প্রতিবাদে আজ পথে নেমে মিছিল করছেন কংগ্রেস কর্মীরা।

ন্যাশানাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে রাহুল গান্ধীকে আগেই নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু  দেশের বাইরে থাকায় রাহুল হাজিরা দিতে পারেন নি। তবে আজ জিজ্ঞাসাবাদের উত্তর দিতে ইডির অফিসে যাচ্ছেন রাহুল গান্ধী। 

রাহুল গান্ধীর দিল্লীর বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাহুলকে ইডির তলবের প্রতিবাদে আজ পথে নেমে প্ল্যাকার্ড ও বেলুন হাতে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। বেলুনগুলিতে লেখা আছে 'সত্যমেব জয়তে'। কংগ্রেস কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা মিছিল করে কংগ্রেস পার্টির সদর দপ্তর থেকে ইডির অফিস পর্যন্ত যাবে। এই পথেও প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু কংগ্রেস কর্মীকে আটক করেছে দিল্লী পুলিশ। 


রাহুল গান্ধীর সাথে তাঁর মা সনিয়া গান্ধীকেও ইডি জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। কিন্তু এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সনিয়া গান্ধী। তাঁর দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আজ টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages