সীমান্ত অঞ্চলের অত্যাচারিতরা এলেন বিচার চাইতে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সীমান্ত অঞ্চলের অত্যাচারিতরা এলেন বিচার চাইতে

Share This


সীমান্ত অঞ্চলের অত্যাচারিতরা এলেন বিচার চাইতে

আজ খবর (বাংলা), [রাজ্য] শ্রীরামপুর, হুগলী, 26/06/2022 :
শ্রীরামপুরে অনন্দময়ী ভবনে অধিকার সুরক্ষা মঞ্চের গণ শুনানী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলো থেকে আসা BSF দ্বারা অত্যাচারিত শতাধিক মানুষ এসেছিলেন এদিন। 

'মাসুম' নামে একটি মানবাধিকার সুরক্ষা মঞ্চের বেশ কিছু মানুষ আদালতে বিচার প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন। মোট তিনটি বেঞ্চে বিভিন্ন সময় BSF দ্বারা অত্যাচারিত মানুষদের গন শুনানি হয়৷ এই বিষয় নিয়ে  আজকে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স হবে বলেও জানা গেছে। এই বিষয় ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের BSF দ্বারা অত্যাচারিত মানুষ তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানান। 


মাসুমের সম্পাদক কিরিটি রায় বলেন, "ভারত বাংলাদেশ বর্ডার দেশের মধ্যে সব থেকে বেশি রক্তাক্ত।বছরে ২০০ র বেশি মানুষ BSF এর অত্যাচারে মারা যায়৷ এখানে মানুষের নিজের জমিতে চাষ করা, বাড়িতে স্বাধীন ভাবে থাকার অধিকার নেই।" 

সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, শিশু অধিকার কমিশনের সদস্য, মহিলা কমিশনের সদস্য, আইন কলেজের অধ্যাপক সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে গণ শুনানি হয়৷ অভিযোগ উঠেছে রাজ্য সরকার, বিচার ব্যবস্থা কোথাও বিচার পায়নি দেশের এই নাগরিকরা ৷ আগামী দিন এই সব ঘটনা দেশ সহ আন্তর্জাতিক মহলেও তুলে ধরা হবে। রাষ্ট্রপুঞ্জের মানব অধিকার মঞ্চের কাছেও তুলে ধরা হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages