মুক্তি পেল অভিষেকের শেষ ছবি পঞ্চভুজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মুক্তি পেল অভিষেকের শেষ ছবি পঞ্চভুজ

Share This

মুক্তি পেল অভিষেকের শেষ ছবি পঞ্চভুজ


আজ খবর (বাংলা), [বিনোদন] কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/06/2022 :  মুক্তি পেয়ে গেলো অভিনেতা অভিষেক চ্যাটার্জীর অভিনীত শেষ বাংলা চলচ্চিত্র পঞ্চভুজ। গতকাল কলকাতার নজরুল তীর্থে সকল তারকাদের নিয়ে মুক্তি পেলো এই চলচ্চিত্রটি। রানা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি জুড়ে থাকছে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জীর অনেক স্মৃতি। 

বাংলা সিনেমা যখন তলানিতে গিয়ে ঠেকেছিলো তখন একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল এর সাথে হাতে হাত মিলিয়ে লাগাতার ভাবে একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন অভিষেক। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেও সেই ভাবে যোগ্য সন্মান পাননি তিনি। তবে সৌমেন চট্টোপাধ্যায় প্রযোজিত পঞ্চভুজ চলচ্চিত্রে নায়কের ভুমিকায় অভিনয় করে গেছেন। একটাই আফসোস যে, তিনি ছবির সাফল্য দেখে যেতে পারলেন না। 

মৃত্যুর পর মুক্তি পেলো অভিনেতা অভিষেক চ্যাটার্জীর অভিনীত শেষ বাংলা চলচ্চিত্র পঞ্চভুজ। এই ছবিতে মুখ্য ভুমিকায় রাঘবের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছে সোমা বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য বিশিষ্ট কলাকুশলীরা।

রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার, কলকাতা

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages