এবার ধাঁধা, কার্টুন, জোকস এর মাধ্যমে আয়কর সচেতনতা বাড়ানো হবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার ধাঁধা, কার্টুন, জোকস এর মাধ্যমে আয়কর সচেতনতা বাড়ানো হবে

Share This

এবার ধাঁধা, কার্টুন, জোকস এর মাধ্যমে আয়কর সচেতনতা বাড়ানো হবে


আজ খবর (বাংলা), [দেশের খবর] নতুন দিল্লী, ভারত, 13/06/2022 : কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সচেতনতা, সেমিনার ও কর্মশিবির আয়োজনের মত প্রচলিত প্রথার বাইরে গিয়ে মজার ছলে কর ব্যবস্থা সম্পর্কে সচেতনতা প্রচারের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। পর্ষদ মজার খেলা, ধাঁধা ও কমিক্স বইয়ের মাধ্যমে উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য কর সম্পর্কে সচেতনতা প্রচারে একাধিক অভিনব প্রয়াস গ্রহণ করেছে। 

বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে কর ব্যবস্থা সম্পর্কে সচেতনতা প্রচারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন গত সন্ধ্যায় গোয়ার পানাজিতে আজাদিকা অমৃত মহোৎসব আইকনিক সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে একগুচ্ছ কর্মসূচির সূচনা করেন। তিনি পরবর্তী ২৫ বছরকে অমৃতকাল হিসেবে বর্ণনা করে বলেন, নতুন ভারত গঠনে যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই উপলক্ষে শ্রীমতী সীতারমন কয়েকজন বিদ্যালয় পড়ুয়ার হাতে কর সম্পর্কে সচেতনতা প্রচারে কয়েকটি অভিনব মজার খেলার সামগ্রী বিতরণ করেন। 

 
কর সম্পর্কিত সচেতনতা প্রচারের জন্য বিদ্যালয় পড়ুয়াদের সাপ-লুডো খেলার বোর্ড, আর্থিক লেনদেন সম্পর্কিত ছোট পুস্তিকা প্রভৃতি দেওয়া হয়। সাপ-লুডো খেলার এই বোর্ডে কর এবং আর্থিক লেনদেন সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। 
 
পরিকাঠামো এবং সামাজিক প্রকল্প সম্পর্কিত ৫০টি মেমোরি কার্ড ভিত্তিক কর প্রদানের গুরুত্ব সম্পর্কে একটি গেম তৈরি করা হয়েছে। এই গেমের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে, দেশের কল্যাণে কর প্রদান একটি সহযোগিতামূলক পদক্ষেপ। তাই কর মেটানোকে কখনই প্রতিযোগিতামূলক মানসিকতা হিসেবে দেখা উচিত নয়। 
 
কর ব্যবস্থা সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য এই সমস্ত মজার খেলা, ধাঁধা ও কমিক্স বইগুলি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। পুস্তকালয়গুলির মাধ্যমেও কর ব্যবস্থা সম্পর্কিত সচেতনতা প্রচারের এই সমস্ত সামগ্রী বিতরণের চিন্তা-ভাবনা করা হচ্ছে। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages