আজ খবর (বাংলা) [অফবিট] ▪ জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 24/06/2022 : আগামী পয়লা জুলাই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ির গৌড়ীয় মঠ সেজে উঠছে। সজ্জিত করা হচ্ছে নতুন রথটিকে ।
করোনার কারণে দীর্ঘ দুই বছর রথযাত্রা বন্ধ ছিল। এবার নতুন করে নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে। আগামী পয়লা জুলাই রয়েছে রথযাত্রা।
জলপাইগুড়ি গৌড়ীয় মঠের দায়িত্বে থাকা অনন্তরাম দাস বলেন, এবার রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে । গত দু'বছর করোনার কারণে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। তাই ফের একবার রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এবার। নতুন করে রথের রঙ করা থেকে শুরু করে বিভিন্ন কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী দু'চারদিনের মধ্যেই রথ সাজানো প্রস্তুত হয়ে যাবে। জলপাইগুড়ির আপামর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।