বক্তব্য থেকে 'জেহাদ' শব্দটি প্রত্যাহার করুন : মমতাকে রাজ্যপাল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বক্তব্য থেকে 'জেহাদ' শব্দটি প্রত্যাহার করুন : মমতাকে রাজ্যপাল

Share This

বক্তব্য থেকে 'জেহাদ' শব্দটি প্রত্যাহার করুন : মমতাকে রাজ্যপাল
মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল (ফাইল চিত্র)


আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৬/২০২২ : বিজেপির বিরুদ্ধে 'জেহাদ' ঘোষণা করার বিষয়টি তুলে নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করলেন রাজ্যপাল জগদীপ  ধনকর।  

আসানসোল থেকে বিজেপির বিরুদ্ধে রীতিমত 'জেহাদ' ঘোষণা করার কথা জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। মমতার বক্তব্যের এই 'জেহাদ' শব্দটি নিয়ে ঝড় বয়ে যায় রাজনৈতিক মহলে। বলা হয়, 'জেহাদ' শব্দটি চূড়ান্ত অসাংবিধানিক। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও এই শব্দটি নিয়ে আপত্তি তোলেন। এবার খোদ রাজ্যপালও একই কথা বললেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যপাল মমতার বিবৃতি থেকে 'জেহাদ' শব্দটি প্রত্যাহার করে নেওয়ার জন্যে অনুরোধ করেছেন।

মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাইছে। এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোটা বিষয়টা রাজ্যপালকে জানিয়েছে বিজেপির ১০ প্রতিনিধির একটি দল।  তাঁরা বলেন, "জেহাদ একটি আরবীয় শব্দ, যার বাংলা মানে হল ধর্মযুদ্ধ। এর আগে আমরা জেহাদ দেখেছি। এই সরকার ফের জেহাদ চাইছে। তাই এই সরকারকে বরখাস্ত করে রাজ্যে ৩৫৬ ধারা জারি করার আবেদন জানিয়েছি। রাজ্যপাল জানিয়েছেন, তিনি তাঁর কাজ করবেন।"

বিজেপির বক্তব্য, 'জেহাদ হল গণতন্ত্রের ওপর এক ধরনের মারণ হুমকি। ভোট পরবর্তী হিংসায় আমাদের দলের বহু কর্মী সমর্থকদের মেরে ফেলা হয়েছে। আগামী ২১শে জুলাই বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চলেছেন মমতা। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও সেই রাজ্যেই বিরোধী দলের ওপর মারণ হুমকি ঘোষণা করছেন ! এ তো গণতন্ত্রকেই হুমকি দেওয়া হল, যা কিনা চূড়ান্ত অসাংবিধানিক ! একজন মুখ্যমন্ত্রী হয়ে মমতা এই ধরনের ঘোষণা কিভাবে করতে পারেন !'

এরপর রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাঁর বিবৃতি থেকে ঐ 'জেহাদ' শব্দটি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন। এখন দেখার, আগামী ২১শে  জুলাই অর্থাৎ তৃণমূলের শহীদ দিবসে মমতা তাঁর এই জেহাদ শব্দটিকে কিভাবে ব্যাখ্যা করেন। 



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages