আজ খবর (বাংলা), [অফবিট] ▪ শিবপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, 21/06/2022 : দীর্ঘ দুই বছর করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে এই বছর ২১শে জুন সকালে আচার্জ জগীশচন্দ্র চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন (হাওড়া) আন্তরজাতিক যোগা দিবস পালন করলো মিনিস্ট্রি অফ ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস govt of India এবং NYK হাওড়া শাখা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে।
এই দিন সকালে এলাকার বহু মানুষ ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দেয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল মানুষ শরীরের বিভিন্ন শারীরিক সমস্যা কোনো রকম ওষুধ না খেয়ে কী ভাবে সুস্থ রাখা যায় এবং এই যোগাকে বিশ্ব দরবারে পৌছে দেওয়া।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী অরুণিমা (DYO), A A মাও (ডিরেক্টর বোটানিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়া), বিজ্ঞানী ডক্টর দেবেন্দ্র সিং, ও যোগা বিশেষজ্ঞ জতি নাহাতা।