আজ খবর (বাংলা) [রাজনীতি] চুঁচুড়া, হুগলী, পশ্চিমবঙ্গ, 08/06/2022 : আজ রাজনৈতিক সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা।
আজ শ্রীনাড্ডার কর্মসূচী বেশ ব্যস্ততায় ভরা। প্রথমেই তিনি যাবেন হুগলী জেলার চুঁচুড়ায়। সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি বন্দেমাতরম ভবন পরিদর্শন করবেন।
এরপর তিনি চুঁচুড়া থেকে চলে যাবেন চন্দননগরে। বেলা বারোটা নাগাদ তিনি যাবেন 'রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট' পরিদর্শন করতে।
এরপর দুপুর তিনটে নাগাদ জে পি নাড্ডা ফিরে আসবেন কলকাতায়। আজ দুপুর তিনটে নাগাদ কলকাতার জাতীয় গ্রন্থাগারে তিনি রাজ্য কার্যকারিনী বৈঠকের উদ্বোধন করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
Loading...