রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার উদ্যোগে বিরোধী দলগুলির বৈঠক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার উদ্যোগে বিরোধী দলগুলির বৈঠক

Share This

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার উদ্যোগে বিরোধী দলগুলির বৈঠক


আজ খবর (বাংলা), [রাজনীতি] ▪ নতুন দিল্লী, ভারত, 14/06/2022 : রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী দলের বৈঠকের ডাক দিয়েছেন, সেই বৈঠকে অংশ নিতে পারে দেশের বাম দলগুলিও। আজ সেই রকম ইঙ্গিতই পাওয়া গিয়েছে।

দেশের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোভিন্দের সময়কাল শেষ হতে চলেছে।

আসন্ন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে যাতে বিরোধী রাজনৈতিক দলগুলি এক সুরে কথা বলে, যাতে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দলগুলির সক্রিয় ভুমিকা থাকে সেই কারনে দিল্লীতে কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলনেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাম দলগুলিও অংশ নিতে পারে বলে জানা গিয়েছে। 

কংগ্রেসের তরফ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব হিসেবে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য তা জানা যাবে বৈঠকে। বিভিন্ন বিরোধী দলগুলি হয়ত বিভিন্ন নেতা বা ব্যক্তিত্বের নাম তুলে ধরবে এবং তার পিছনে যুক্তি হিসেবে নিজেদের বক্তব্য তুলে ধরবে। তারপর সব দলকেই চুড়ান্ত ঐক্যমত্যে আসতে হবে। আপাতত দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি মমতার নেতৃত্বে এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages