আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, 02/06/2022 : অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দিতে এলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।
আজ ফের একবার অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছিল। সেই মত আজ সকালে অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী সিজিও কমপ্লেক্সে আসেন। তার কিছুক্ষণ পর সিবিআই দপ্তরে এসে হাজির হন অনুব্রত মন্ডল নিজে।
এর আগে বার বার তলব করা সত্ত্বেও সিবিআইতে জিজ্ঞাসাবাদের হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, অনুব্রত অসুস্থ ছিলেন। কিন্তু আজ আর তিনি হাজিরা এড়ালেন না। জিজ্ঞাসাবাদের উত্তর দিতে বীরভূম থেকে হাজির হয়েছেন কলকাতার সল্ট লেকে সিজিও কমপ্লেক্সে। বীরভূমের ইলমবাজারে বিজেপি কর্মী খুন নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।