প্রখর রোদে হাত পা বেঁধে শিশুকে ছাদে ফেলে রাখল মা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রখর রোদে হাত পা বেঁধে শিশুকে ছাদে ফেলে রাখল মা

Share This

প্রখর রোদে হাত পা বেঁধে শিশুকে ছাদে ফেলে রাখল মা


আজ খবর (বাংলা), [হচ্ছেটা কি!], নতুন দিল্লী, ভারত, 09/06/2022 : দিল্লীতে প্রচণ্ড গরমে প্রখর রৌদ্রের মধ্যে হাতে ও পায়ে দড়ি বেঁধে নিজের শিশু কন্যাকেই ছাদে আটকে রাখল মা। দিল্লী পুলিশ গ্রেপ্তার করেছে ঐ মা'কে। 

দিল্লীতে এখন তাপমাত্রা 47 ডিগ্রি পার করতে চলেছে। ভয়ংকর গরম। তাপমাত্রা সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। আর সেই প্রখর রোদের মধ্যেই ক্লাস ওয়ানে পড়া 5 বছরের একরত্তি মেয়েতাকে হাতে আর পায়ে দড়ি বেঁধে ছাদে আটকে রাখল তার নিজের মা ! ছোট্ট ঐ শিশুর অপরাধ সে হোম ওয়ার্ক করেনি ঠিকমত।

ছাদে আটকে থাকা ঐ শিশুর ভিডিও ভাইরাল হয়ে যায়। ঐ ভিডিও পৌঁছে যায় পুলিশের কাছেও। তারপরেই তারা নড়েচড়ে বসে। দিল্লীর কারওয়াল নগরের তুখমিরপুর এলাকা থেকে নিষ্ঠুর ঐ জননীকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে দিল্লীর পুলিশ। স্বপ্না নামে ঐ মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 75 ধারায় মামলা দেওয়া হয়েছে। 

ঐ মহিলার পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা জানিয়েছেন, স্বপ্না অত্যন্ত রাগী স্বভাবের মহিলা। একটুতেই রেগে যান। ছেলে মেয়েদের সামান্য সমস্যাতেই ব্যাপক মারধর করেন। দিল্লীর এক হাড় কাঁপানো শীতে সামান্য দোষে 6 বছরের ছেলেকে সম্পূর্ণ উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছিল ঐ মহিলা। সে যাত্রায় প্রতিবেশীরাই জামা কাপড় আর খাবার দিয়ে বাঁচিয়েছিল শিশুটিকে। মহিলার স্বামী জানিয়েছেন, অনেক বোঝালেও তাঁর স্ত্রী বুঝতে চান নি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages