রাসায়নিক সার কতটা ক্ষতিকর বোঝাতে শিবির মালদহে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাসায়নিক সার কতটা ক্ষতিকর বোঝাতে শিবির মালদহে

Share This

রাসায়নিক সার কতটা ক্ষতিকর বোঝাতে শিবির মালদহে


আজ খবর (বাংলা) [রাজ্য] মালদহ, পশ্চিমবঙ্গ, 10/06/2022 : কৃষি ক্ষেত্রে যে রাসায়নিক সার ব্যবহৃত হয় তা যে কতটা ক্ষতিকর, সেটা বোঝাতেই মালদহে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহযোগিতায় ও এক স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ উদ্যোগে আইহো অঞ্চলের চেচাঁয়চন্ডী এলাকার বেশ কিছু  কিছু চাষিদের নিয়ে রাসায়নিক সার কতটা ক্ষতি তানিয়ে সচেতন শিবির ও জৈব সার ব্যবহার করে চাষের জমিতে কতটা উপকার তা নিয়ে  কৃষকদের সচেতন করেন। 

এদিন জৈব  গ্রাম প্রকল্প নিয়ে এক আলোচনা করাহয় এই  জৈব সার নিয়ে আইহো অঞ্চলের চেচাইচন্ডী এলাকার ৪০ জন কৃষকে বেছে নেওয়া হয় তাদের জৈব সার ব্যবহার কি ভাবে করা হবে তা নিয়ে আলোচনা সভা মধ্যে  দিয়ে জৈব গ্রাম প্রকল্প মাধ্যমে বেশকিছু ধান চষিরা কি ভাবে চাষ করবে সেই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, তাছাড়া কি ভাবে এই জৈব গ্রাম প্রকল্প মাধ্যমে বেশি ধান চাষ করবেন সেই সব বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।


এ বিষয়ে, সৈমেন্দ্রনাথ দাস জেলা  উপ কৃষি উপকতা বলেন কৃষকের জমিতে রাসায়নিক সার ব্যবহার কতটা ক্ষতিকর তা কৃষকদের জানানো হয়।এবং এই রাসায়নিক সার ব্যবহারে ফলে সাগসবজী সহ বিভিন্ন চাষের ফসল কি ভাবে আমাদের ক্ষতি হছে তাও বোঝানো হয়।হবিবপুর ব্লকের চেচাঁয়চন্ডী এলাকা বেছে নেওয়া হয়েছে ওই এলাকার ৪০ জন চাষিকে ধানের বীজ সহ জৈব সার সব ধরনের চাষের সহযোগিতা করা হবে বলে জানান। 

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সৈমেন্দ্রনাথ দাস জেলা  উপ কৃষি উপকতা সহ অলোক দাস এ্যাসিন্টেন ডিরেক্টর এগ্রিকালচারাল, (মালদা) সহ বিভিন্ন আধিকারিকেরা এছাড়াও সেচ্ছাসেবী সংগঠন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের, সম্পাদক আনন্দ মৃধা,

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages