আজ খবর (বাংলা), [দেশের খবর], বিলোনিয়া, ত্রিপুরা, 02/06/2022 : ফাঁসিতে আত্মঘাতী ৯৮ বছর বয়সি এক বৃদ্ধ ব্যক্তি। ঘটনা বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি আশ্রম পাড়া এলাকায়।
আশ্রম পাড়ার বাসিন্দা রবি দত্ত নামে ওই ব্যক্তি গত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এবং এর আগেও তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবি দত্তের ছেলে সাধন দত্ত জানান গতকাল রাত্রি প্রায় ১ টা পর্যন্ত সকলে একসাথে কথা বলেছিলেন। এরপর সবাই যে যার যার মতো করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ সকালে ঘুম থেকে উঠেই বাড়ির ঠাকুর ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান রবি দত্ত কে।
সাথে সাথেই আর খবর দেওয়া হয় বিলোনিয়া থানায় এবং পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই বৃদ্ধ বয়সে বাড়ির অভিভাবকের আত্মহত্যায় কে কেন্দ্র করে চাঞ্চল্য এর পাশাপাশি গভীর শোকের ছায়া নেমে এসেছে।