ভোররাতে 41 বিধায়ক সুরাত থেকে চলে গেলেন আসামে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভোররাতে 41 বিধায়ক সুরাত থেকে চলে গেলেন আসামে

Share This

ভোররাতে 41 বিধায়ক সুরাত থেকে চলে গেলেন আসামে
উদ্ভব ঠাকরে, মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্র

আজ খবর (বাংলা), [রাজনীতি] ▪ গুয়াহাটি, আসাম, 22/06/2022 : গুজরাট থেকে আরও নিরাপদ দুরত্বের আসামে চলে গেলেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা। 

গতকালেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চরম সঙ্কটের সামনে দাঁড় করিয়ে 41 জন বিধায়ককে নিয়ে উধাও হয়ে যান শাসকদল শিবসেনারই অন্যতম বিধায়ক তথা মন্ত্রী এক নাথ শিন্ডে। 

আসামে এসে পৌঁছালেন বিধায়করা

উদ্ভব বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে। যে কোনো সময় তাঁর সরকার পড়ে যেতে পারত। তবু তাঁর বাবা বালাসাহেব ঠাকরে ঘনিষ্ঠ একনাথকে না চটিয়ে তাঁর সাথে আলোচনার পথ ধরেছিলেন উদ্ভব। কথা হয়েও ছিল কিন্তু সূত্রের খবর তাতেও বরফ গলেনি। একনাথ উদ্ভবকে জোট ছেড়ে বেরিয়ে আসার শর্ত দিয়েছিলেন, যা মেনে নেওয়া সম্ভব হয় নি উদ্ভবের পক্ষে।

আজ ভোরবেলায় 41 জন বিধায়কের একটি দল নিয়ে একনাথ গুজরাটের সুরাত থেকে পৌঁছে যান আসামের গুয়াহাটিতে। আসামও বিজেপি শাসিত রাজ্য। একনাথ বলেন, "বালাসাহেব ঠাকরের হিন্দুত্বে ভরসা রাখি, তাই সেভাবেই হিন্দুত্ব পালন করব।" মনে করা হচ্ছে 41 জন বিধায়ক সহ একনাথ বিজেপিতে যোগ দিতে পারেন। আবার অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে এখনই বিজেপিতে যাচ্ছেন না একনাথরা। তবে সময় যত গড়াচ্ছে, ততই চাপ বাড়ছে উদ্ভব ঠাকরের ওপর। বেশ জটিল রাজনৈতিক অঙ্কের সমাধান করতে হচ্ছে তাঁকে। গোটা দেশের রাজনৈতিক মহলের চোখ রয়েছে উদ্ভবের ওপরেই।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages