আজ খবর (বাংলা), [রাজ্য] ব্যারাকপুর, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ 18/06/2022 : কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধীতার আঁচ এবার পশ্চিমবঙ্গেও এসে লাগল। এই রাজ্যে এই ইস্যুতে এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় দেশের কয়েকটি রাজ্যের্ছাত্র ও যুবদের একাংশ হিংসাত্মক কর্মসূচীতে নেমেছে। সেই হিংসাত্মক কর্মসূচীর মুল বলি হয়েছে ভারতীয় রেল। এখনও পর্যন্ত বেশ কিছু ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছে। অবরোধের জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। যাত্রাপথ বদলে দিতেও হয়েছে অনেক রুটে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট সরকারি ক্ষতির পরিমান 20 কোটি টাকার মত।
কংগ্রেস ছাত্র যুবদের দাবীকে নৈতিক সমর্থন দিয়েছে। বিজেপির বক্তব্য যদি কেউ প্রকল্প নিতে না চায় তাহলে নেবে না, কিন্তু তর বিরোধীতায় সরকারি সম্পত্তি বিনষ্ট করা ঠিক নয় !
বিহার থেকে শুরু হলেও ছাত্র যুবদের আন্দোলনের আঁচ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য রাজ্যেও। বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খন্ড ও ওড়িশাতে এই ইস্যু নিয়ে শুরু হয়েছে অশান্তি।
এবার পশ্চিমবঙ্গেও ছড়ালো অগ্নিপথ প্রকল্প বিরোধীতার আঁচ। আজ এই ইস্যুতে ব্যারাকপুরে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে আন্দোলনকারীদের ভীড় দ্রুত বাড়তে থাকে বলে জানা গিয়েছে। প্রায় 45 মিনিট রেল অবরোধ করার পর জিআরপি এসে অবরোধ তুলে দেয়। জিআরপি মোট চার জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। এরপর ব্যারাকপুর ডিভিশনে রেল চলাচল স্বাভাবিক হয়।