আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, 28/06/2022 : জুন মাসের শেষ দিনগুলোতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর।
এমনিতেই উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে বেশ কিছুদিন ধরেই। নদীগুলির জলস্তর বেড়েছে অনেকটাই। বালাসন, তিস্তা, মহানন্দা, লিস, ঘিস নদীগুলি যেন রীতিমতো ফুঁসছে। এর মধ্যেই ফের কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেল।
আজ আগামীকাল ও 30 তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিংপং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। 30 তারিখের পড় থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে আগামী 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যেহেতু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তাই আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে ।30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।