আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, 06/06/2022 : বাংলাদেশের চট্টগ্রামের বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ আগুন, এখনও পর্যন্ত মৃত 37 জন, আহত অন্তত 450 জন।
গত শনিবার চত্তগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বি এম কন্টেনার ডিপোতে রাত 9টা নাগাদ আগুন লেগ্ওয় যায়। সেখানে আগুন নেভাতে যায় স্থানীয় দমকল বাহিনী। কিন্তু রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আগুন নেভানোর কাজ যখন চলছিল, সেই সময় সেখানে ভয়ংকর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচণ্ড আওয়াজে চারদিক কেঁপে ওঠে।
এই বিস্ফোরণের পরেই অন্যান্য কন্টেনারগুলিতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। সেই কন্টেনারগুলিতে রাসায়নিক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
চট্টগ্রামের ঐ বিশালাকার অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 37 হয়েছে। মারা গিয়েছেন দমকল বাহিনীর 5 কর্মী। আহত হয়েছেন অন্তত 450 জন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে অনেকের অবস্থাই সঙ্কট জাঙ্ক বলে জানানো হয়েছে।
মৃতের সংখ্যা হয়ত আরও কিছুটা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। বেশ কিছু মৃতদেহ নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া গেলেও ওখানে এমন অনেক মৃতদেহ রয়েছে যা এমন বিকৃত হয়েছে যে চেনার আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে ডিএনএ টেস্ট না করে অন্য কোনো উপায় নেই। কন্টেনার ডিপো অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার দিকে নজর রাখছে।