আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত 32 লাখ মানুষ, মৃত 62, নিখোঁজ 8 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত 32 লাখ মানুষ, মৃত 62, নিখোঁজ 8

Share This

আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত 32 লাখ মানুষ, মৃত 62, নিখোঁজ 8


আজ খবর (বাংলা), [দেশের খবর] দিসপুর, আসাম, 19/06/2022 : ভয়ংকর বন্যা পরিস্থিতিতে আসামের লাখো মানুষ বিপন্ন হয়ে পড়েছেন।

আসামের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত 62 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঐ রাজ্যের 31 জেলার 32 লক্ষ মানুষ বিপন্ন পরিস্থিতিতে দিন গুজরান করছেন কোনমতে। গত 24 ঘন্টায় আসামে বন্যার কবলে পড়ে জলে দুবে মৃত্যু হয়েছে আট জনের। এঁদের মধ্যে 2 জন বড়াপেটা, 2 জন করিমগঞ্জ জেলার। বাকিরা দারাং, হায়লাকান্দি, নলবাড়ি ও শোণিতপুর জেলার বাসিন্দা। 


আসামে এখনও পর্যন্ত যে 62 জনের মৃত্যুর খবর দেওয়া হচ্ছে, তার মধ্যে 51 জন বন্যার কবলেই মারা গিয়েছেন, বাকি 11 জন মারা গিয়েছেন ধ্বস নামার কারনে।  এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আট জন।


আসামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজালি, বাক্সা, বড়াপেটা, বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, গোয়াল পাড়া, ডিমা হাসাও, হোজাই, কামরূপ, কামরূপ (মেট্রো), কার্বি আংলং (প:), করিমগঞ্জ, কোকরাঝার, লখিমপুর, মাজুলি, মোরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, দক্ষিন শালমারা, তামুলপুর, তিনসুকিয়া, উদলগুড়ি জেলাগুলি।


শুধুমাত্র বড়াপেটা জেলাতেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 7 লক্ষ 31 হাজার মানুষ। দারাং জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 লক্ষ 54 হাজার মানুষ। মোট 32 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনও পর্যন্ত । 


আসাম সরকারের তরফ থেকে লাগাতার উদ্ধারকাজ চালানো হচ্ছে। নামানো হয়েছে এনডিআরএফ। লাইফ জ্যাকেট নিয়ে নামানো হয়েছে প্রচুর নৌকা। পর্যাপ্ত পরিমানে ত্রাণ পাঠানোও হচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন হাসপাতালগুলিতে এমার্জেন্সি চিকিৎসা ব্যব্স্থা প্রস্তুত থাকছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages