আজ খবর (বাংলা), [রাজ্য] তারকেশ্বর, হুগলী, পশ্চিমবঙ্গ, 07/06/2022 : পাঁচ দশ গ্রাম নয় বৃদ্ধের মূত্রথলি থেকে বের হলো পুরো তিনশো গ্রামের একটা পাথর।
অস্ত্রপাচর করে মূত্র থলি থেকে তিনশো গ্রাম ওজনের পাথর বের করার পর হতবাক চিকিৎসকও। সাধারণত কিডনিতে স্টোনের রুগীর সংখ্যা অনেক বেশি , বেশ কিছু বিরল ঘটনাও আছে তবে মূত্রথলিতে এত বড় পাথর রাজ্যে বিরল ঘটনা বলেই দাবি চিকিৎসকের।
পুরশুরার ৬৮ বছরের শেখ মেহের আলী বেশ কয়েক মাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন।
বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এ কে খানের পরামর্শে ইউ এস জি রিপোর্ট করান এর পরই মূত্র থলিতে পাথর আছে বলে জানা যায়। অপারেশনের ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার একটি নার্সিং হোমে। গত কাল সন্ধ্যায় প্রায় দু' ঘন্টা ধরে অপারেশনের পর তিনশো গ্রাম ওজনের পাথরটি বের করেন চিকিৎসক এ কে খান ও তাঁর সহযোগীরা। হতবাক হয়ে যান চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা।
চিকিৎসক এ কে খান জানান, কিডনিতে পাথর একটা সাধারণ ব্যাপার কিন্তু মূত্র থলিতে এত বড় পাথর এটা একেবারেই বিরল। অপারেশনের পর রুগী একেবারেই সুস্থ্য আছেন বলে জানান চিকিৎসক। তবে খারাপ খাদ্যাভ্যাস ও স্মোকিং এর কারণেই এই ধরণের রোগের সৃস্টি হয়। ভালো খাবার ও পরিমান মত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক এ কে খান এবং স্মোকিং একেবারেই বন্ধ করা উচিত বলেও তিনি জানান।
রিপোর্ট : জীবন কুমার মন্ডল