3 শর্তের সামনে নাজেহাল উদ্ভব সরকার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


3 শর্তের সামনে নাজেহাল উদ্ভব সরকার

Share This

3 শর্তের সামনে নাজেহাল উদ্ভব সরকার


আজ খবর (বাংলা) [রাজনীতি]▪মুম্বই, মহারাষ্ট্র, 21/06/2022 : এভাবে নিজের দলের বিধায়কদের দেওয়া তিন শর্তের মুখে এসে দাঁড়াতে হবে, তা বোধ হয় ঘুণাক্ষরেও ভাবতে পারেন নি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। 

মহারাষ্ট্রে শিব সেনার জোট সরকার অত্যন্ত সঙ্কটের সম্মুখীন হয়েছে। শিব সেনার পুরনো সৈনিক, বালাসাহেব ঠাকরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বিদ্রোহ ঘোষনা করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর সাথে বিক্ষুব্ধ হিসেবে রয়েছেন অন্তত 40 বিধায়ক। এঁদের মধ্যে অনেকেই গুজরাটের সুরাতে একটি রিসর্টে গিয়ে উঠেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে মহারাষ্ট্র থেকে আরও কিছু বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁদের সাথে। এই পরিস্থিতিতে উদ্ভব ঠাকরে কঠোর মনোভাব নেন নাকি নরম মনোভাব নিয়ে পরিস্থিতির মোকাবিলা করেন সেটাই দেখার। তবে বিক্ষুব্ধ বিধায়করা উদ্ভবের ফোন ধরছেন না। 

বিক্ষুব্ধ বিধায়করা শিবসেনার সামনে তিনটি শর্ত রেখেছেন বলে জানা যাচ্ছে। প্রথম শর্ত এনসিপির সাথে থাকা চলবে না। জোট ভেঙ্গে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় শর্ত কংগ্রেসের সাথে কোনোরকম সম্পর্ক রাখা চলবে না। তৃতীয় শর্ত বিজেপিকে সমর্থন করতে হবে। এই তিন শর্তের একটিও যদি মানা না হয় তাহলে অনাস্থা আনা হতে পারে আর সে ক্ষেত্রে যে কোনো মুহুর্তে মহারাষ্ট্রে পড়ে যেতে পারে উদ্ভব ঠাকরে সরকার। 

এই মুহুর্তে উদ্ভব ঠাকরে এনসিপি নেতা অজিত পাওয়ারের সাথে বৈঠক করছেন। শরদ পাওয়ার তড়িঘড়ি দিল্লী থেকে মুম্বইয়ে ফিরছেন। আর কিছুক্ষণ পর উদ্ভব ঠাকরের সাথে তাঁর বৈঠক হওয়ার কথা আছে। 

এদিকে দিল্লীতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ নিজেদের মধ্যে বিশেষ বৈঠকে বসেছেন। বিজেপির পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছে।তাহলে কি আজ রাতের মধ্যেই মহারাষ্ট্রে যবনিকা পতন হতে চলেছে উদ্ভব সরকারের। বিজেপির দখলে আসতে চলেছে আরও একটি রাজ্য ? নাকি এবারের মতন কোনোভাবে পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে শিব সেনা, কংগ্রেস ও এনসিপি জোট ? এই দিকেই নজর রেক্গেছে রাজনৈতিক মহল ও দেশবাসী।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages