আজ খবর (বাংলা), [দেশের খবর] দেরাদুন, উত্তরাখন্ড, 06/06/2022 : মধ্যপ্রদেশ থেকে উত্তরাখন্ডে বেড়াতে আসা পর্যটকদের বাস পড়ে গেল খাদে। ঐ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 25 জনের। আহত আরও কয়েকজন। উত্তরাখন্ডে ছুটে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের পান্না অঞ্চল থেকে উত্তরাখন্ডে । সেখানকার উত্তর কাশী জেলা দিয়ে যাওয়ার সময় রবিবার তাঁদের বাস খাদে আছড়ে পড়ে। মর্মান্তিক ঐ দুর্ঘটনার জেরে নিমেষে মৃত্যুপুরীতে পরিণত হয় ঐ জায়গাটি। ঐ ঘটনায় এখনও পর্যন্ত মোট 25 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। 19 জনের দেহ উদ্ধার করা গেলেও 4 জনের দেহ খূঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে। দুজনের দেহ মাটির তলায় ঢুকে গিয়েছে। মাটি কেটে বের করার কাজ চলছে। সঙ্কটজনক অবস্থায় 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে।
এসিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই উত্তরাখন্ডের দেরাদুনে উড়ে গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে চান । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "যেভাবে উত্তরাখন্ড সরকার দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছে তা প্রশংসা যোগ্য। উদ্ধারকাজ চালানোয় নেতৃত্ব দিতে ঘটনাস্থলে রয়েছেন জেলাশাসক, পুলিশ সুপার, ডিআইজি, এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তারা। আমি হাসপাতালে আহতদের দেখতে যাব। যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা আহত হয়েছেন তান্দের দ্রুত আরোগ্য কামনা করি।"
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষতিপুরণ বাবদ মৃতদের নিকট আত্মীয়দের হাতে 5 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্যে 50 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষনা করেছেন। উত্তরাখন্ডে মর্মান্তিক ঐ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের নিকট আত্মীয়দের হাতে 2 লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষনা করেছেন।