পার্ক সার্কাসে শ্যুট আউট, নিহত 2 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পার্ক সার্কাসে শ্যুট আউট, নিহত 2

Share This

পার্ক সার্কাসে শ্যুট আউট, নিহত 2


আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, 10/06/2022 : পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি ছুড়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী, নিহত এক মহিলাও।

প্রায় এক ঘণ্টা ধরে নিজের সার্ভিস রাইফেল হাতে উর্দি পরেই এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক পুলিশকর্মী৷ প্রথমে তা দেখে সন্দেহ হয়নি স্থানীয় বাসিন্দাদের৷ কারণ কাছেই বাংলাদেশ হাইকমিশনের দফতর থাকায় পার্ক সার্কাস লাগোয়া ওই এলাকার নিরাপত্তা বরাবরই আঁটোসাঁটো থাকে৷


কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙল এলাকাবাসীর৷ প্রথমে এলাকারই একটি বাড়ির নীচে গিয়ে চিৎকার করেন ওই পুলিশকর্মী৷ এরপর লোয়ার রেঞ্জ রোডের মুখে এসে আচমকাই নিজের সেই রাইফেল থেকে পরপর গুলি ছুড়তে শুরু করলেন ওই পুলিশকর্মী৷ প্রথমে মাটির দিকে তাক করে, তার পর রাস্তা দিয়ে বাইকে চড়ে যাওয়া এক মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই পুলিশকর্মী৷

মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ প্রাণভয়ে অপালাতে শুরু করেন এলাকাবাসী এবং স্থানীয় ব্যবসায়ীরা৷ তখনও পর পর কানে আসছে গুলির শব্দ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দু' থেকে তিনজন গুলিবিদ্ধ হওয়ার পরই নিজের গলার নীচে গুলি করেন ওই পুলিশকর্মী৷ ঘটনাস্থলে থাকা কারও কারও দাবি, অন্তত ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছোড়েন ওই পুলিশকর্মী৷ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতেও লাগে গুলি, ভেঙে যায় কাচ৷

কয়েক মিনিট ধরে তাণ্ডব চলার পর গুলির আওয়াজ থামলে আস্তে আস্তে সাহস করে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা৷ দেখা যায় রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে আছেন এক মহিলার দেহ৷ কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই পুলিশকর্মীর দেহ৷ ধীরে ধীরে ভয় কাটিয়ে রাস্তায় জমতে থাকে ভিড়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ৷ তখনও যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না স্থানীয়রা৷

রিপোর্ট : জয় গুহ

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages